October 3, 2023, 11:50 pm
কেএম সোহেব জুয়েল :_বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর গ্রামে যৌতুকের দাবিতে তিক্ত হয়ে চরফতেপুর গ্রামের আরিফ হোসেনের কন্যা ডলি বেগম ২০ তার নিজ জীবনের মায়া ত্যাগ করে পরপারের চীর বিদায়ের শেষ সিদ্ধান্তে আজ শনিবার ১০ জুন বিকেল ৫ টায স্বামীর নিজ বসত ঘড়ে ডলির নিজ শরীরে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে আত্বহত্যার চেস্টা চালায়।
বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিভিয়ে ডলিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তে করেন।
ডলির মা জানায় গত ৭ বছর পুর্বে একই ইউনিয়নের চর জাহাজপুর গ্রামের আলীআকবর আকনের পুত্র নুরেআলম ৩০ এর সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন ডলিকে। বিবাহর পর তাদের সংসারে পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী নুরেআলম সহ ননদরা প্রায় যৌতুকের দাবিতে ডলিকে মারধর করতেন। তাদের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার কন্যা আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে এমনটি জানিয়েছেন ডলির মা।