November 4, 2024, 7:55 am
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মজবুত পুষ্টিরভিত স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মুর্শেদ মিশু সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. আবু সালেহীন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, বোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মিলন খান, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী
বিশ্বকে সুস্থ ও সবল রাখতে মানুষকে যে সকল পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন লাল শাখ, পুঁই শাখ,কচু শাখ, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, ধনে পাতা, বরবটি, আলু, মাছ, মাংস ডাল, ডিম, দুধ, দই, আম, কাঠাল,কলা, পেপে,লেবু, আমলকী, আনারস, পেয়ারা জাম্বুরা, ইত্যাদি খাবার খেতে হবে।