October 4, 2023, 12:49 am
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ লঞ্চ ঘাটে ঘাট ভাড়া নিয়ে, ঘাট কর্তৃপক্ষ ও পারাপারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
জানা গেছে, দুপুর ১টার সময় বরকত নামের এক যুবক একটি পাতার আঁটি লঞ্চে উঠিয়ে দিতে যায়, তখন ঘাটে দায়িত্ব রত টিটন নামের যুবক ঘাট ভাড়া চায়, বরকত টাকা পরে দিবে বল্লে উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়৷
পরে বরকতের সাথে থাকা লোকমান কে একা বাজারে পেয়ে চার পাঁচজন লোক এসে এলো পাথালি ভাবে মারধর করে । এতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পারে লোকমান ৷ লোকমানের ডাক চিৎকার শুনে তার সজনরা ছুটে আসে, এতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। পরে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
স্থানীয়রা বলেন, সংর্ঘষটি যে ভয়াবহ রূপ নিয়েছিল, পুলিশ না আসলে আজ দু একটা মাডার হতো, ঘাটের দায়িত্বরতদের বিরূপ আচরণে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে দাবি স্থানীয় দের।
একটি সূত্রে জানা যায়, ঘাটটি আগে পরিচালনা করতেন গলাচিপার বাসিন্দা সিবু লাল দাশ । গত ক এক মাষ যাবৎ ঘাটটি পরিচালনায় রয়েছেন স্থানিয় বাসিন্দা ফারুক প্যাদা। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে মাঝে মদ্ধেই টুকিটাকি ঝামেলা লেগেই আছে । ঘাঠে জনপ্রতি ১০ টাকা কঠোরভাবে আদায় করা হয়। মালা মালে আদায় করা হয় অযৌক্তিক ভাড়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফারুক প্যাদা ।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোকটি চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে, তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে ।