October 3, 2023, 11:59 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জ্যোতিষ মধু (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সাজা প্রদান করেন।
আজ মঙ্গলবার (০৬ জুন) সকালে সাজাপ্রাপ্ত জ্যোতিষ মধুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত জ্যোতিষ মধু কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মৃত সনাতন মধুর ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল একটি চক্রটি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সময় জ্যোতিষ মধুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাসের কারাদন্ড দিয়ে কারাগারে প্রোণের দির্শে নেন। আজ মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #