November 12, 2024, 11:21 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ধ-র্ষণ মামলা প্র-ত্যাহার না করায় বাদীর হাতে অস্ত্র দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ আসামীর পরিবারের বিরুদ্ধে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশী আটক লঞ্চ থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর নদীতে ঝাঁপ কীর্তণখোলায় ভেসে উঠল ম-রদেহ প্রল-য়ংকারী ঘূর্ণিঝড়ে নিহ-তদের স্মরনে দোয়া এবং পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত টুরিস্ট পুলিশ ও স্টেক হোল্ডারদের মধ্যে মত বিনিময় সভা মাওয়া ঘাটে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা গাইবান্ধায় হেযবুত তওহীদের আলোচনা সভা সিরাজদিখানে ফ্যাসিস্ট সরকারের দোষর ভূমি দস্যু মোক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নপম ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ র‌্যাব-১২ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাড়াশ যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ঢাকা থেকে গ্রেফতার ঝিনাইদহে পুকুর থেকে মাছ লুটের অভিযোগ
উজিরপুরে ভুল চিকিৎসায় জীবন যুদ্ধের সন্ধিক্ষণে ব্যাবসায়ী

উজিরপুরে ভুল চিকিৎসায় জীবন যুদ্ধের সন্ধিক্ষণে ব্যাবসায়ী

কে এম সোয়েব,
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ঘন্টেস্বর গ্রামের মৃত মো: মুজাম্মেল হক মোল্লার পুত্র আবদুর রশিদ মোল্লা ৪৬ কে একই উপজেলার হস্তিচন্ড এলাকার ঈদগাহ মার্কেটের আদর্শ হোমিও চিকিৎসক ডা: মো: মশিউর রহমান ভুল চিকিৎসা সেবা দেয়ায় জীবন যুদ্ধের সন্ধিক্ষণের দারপ্রান্তে পৌছে মৃত্যুর প্রহর গুনছেন বলে জানিয়েছেন তিনি।

রশিদ জানায় দীর্ঘ ৩০ বছর ধরে ঢাকার মিরপুরে সুনামের সাথে টেইলারিং দোকান দিয়ে কাপর চোপর সেলাইয়ের কাজ করে স্ত্রী ছেলে সন্তান নিয়ে ভাল ভাবেই দিন কাটতেন তিনি। হঠাৎ তার ঘারে বন টিউমার দেখা দিলে ডাক্তার দেখিয়ে পরিক্ষা নিরিক্ষা করে সহায়সম্বল হারিয়ে নিস্ব হন তিনি।

অবশেষে অর্থের কাছে হেরে গিয়ে কোন উপায়ান্ত না পেয়ে ঢাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে অনেকটা সুস্থ হয়ে গত রামজান মাসে ছেলে সন্তান নিয়ে গ্রামে ফিরেন আবদুর রশিদ।

গ্রামে এসে দীর্ঘদিন ধরে ঢাকার চিকিৎসারত হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে স্বাভাবিক ভাবে বেঁচে থেকে নিজের কাজ নিজেই সেরে নিয়ে অনেকটা সুস্থ জীবন কাটান তিনি।

গত ১ মে ২০২৩ ইং ডাক্তার মশিউরের গ্রামে পাঠানো দালালের খপ্পরে পরে তিনি (রশিদ)।এবং মশিউরের চিকিৎসা সেবা নিতে মত প্রকাশে ডাক্তার মশিউর তার ( রশিদের) গ্রামের বাড়ি ঘন্ডেশ্বরে এসে পিচক্রিপশন ছারা ব্যাবস্তাপত্র দিয়ে টাকা হাতিয়ে নিয়ে রশিদকে ঔষধ খাওয়ার পরামর্শ দেন হোমিও চিকিৎসক মশিউর। তার ঔষধ খেয়ে রশিদ ক্রমান্নয়ে দুরাবস্থার এক পর্যায় ঢলে পরেন।

রশিদ এ ব্যাপারে ডাক্তার মশিউরের সাথে আলাপ করলে তার ভুল স্বীকার করে ক্ষামা চেয়ে বলেন, ঔষধ মিলাতে ভুল হয়েছে তাই এমন অবস্থা হয়েছে। তার ব্যাবস্হা পত্র সেবন করতে এক পর্যায় নিষেধ করেন তিনি।

রশিদ আরো জানান তার ছোট বোন শাহানাজ পারবিন ৩২ কে জয়েন্টে ব্যাথার ঔষধ দেন ডাক্তার মশিউর তা সেবনেও শরীরে পানি এসে ফুলে যায় ছোট বোন শাহানাজ। কোন উপায়ান্তর না পেয়ে শাহানাজ ঢাকায় গিয়ে টাকা খরচ করে ডাক্তার দেখিয়ে সুস্হ হন তিনি।

এসব ব্যাপারে মশিউর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে পরক্ষণেই আবার ওই মার্কেটের সভাপতি সহ অন্য দোকানদার দিয়ে হুমকিও দিয়েছেন চিকিৎসক মশিউর এমনটিই জনিয়েছেন রশিদ।

তাই ভুয়া ডাক্তার মশিউরকে আইনের আওতায় এনে তার (রশিদ)স্বাভাবিক জীবনে ফিরে দিতে প্রশাসনের সর্বচ্ছ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী রশিদ ও তার পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD