November 4, 2024, 7:44 am
ষ্টাফ রিপোর্টারঃ
ধর্ম মন্ত্রনালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মনোনীত হওয়ায় ময়মনসিংহের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও মহানগর পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২রা জুন)বিকেল ৪,টায় নগরীর শিববাড়ি মন্দির প্রাঙ্গণে পুজাঁ উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে এর সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক অমিত মিশ্রর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পীযুশ কান্তি সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. সুজিত বর্মন, বাংলাদেশ পূজা উদযাপনের জাতীয় পরিষদের সদস্য শ্রী বিধান আইচ অনু, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, ময়মনসিংহ ইসকনের অধ্যক্ষ অকিঞ্জন গৌর দাস,শ্রী জগবন্ধু আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দেবব্রতবন্ধু ব্রহ্মচারী, শিববাড়ি মন্দিরের সভাপতি শ্রী স্বপন সেনগুপ্ত, ,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সরকার দাস,হাইকোর্টের এডভোকেট রিপন ভৌমিক,শিক্ষক মিলন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা-ময়মনসিংহের রাজপথে সাহসী সাবেক ছাত্রনেতা উত্তম চক্রবর্তী রকেটকে ধর্ম মন্ত্রনালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এতে দপশ বরেণ্য শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।