July 30, 2025, 7:07 pm
মোঃহামিদার রহমান নীলফামারীঃ শনিবার ০৩ জুন২০২৩ নীলফামারী আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম, ইনায়েতুর রহিম (সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) যথাযথ প্রটোকলের মাধ্যমে নীলফামারী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার নীলফামারী । অতঃপর পুলিশ সুপার নীলফামারীর উপস্থিতিতে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে মাননীয় বিচারপতি বিকেল ১৭ :০০ ঘটিকায় নীলফামারী আদালত প্রাঙ্গনে এসে উপস্থিত হন এবং আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অতঃপর মাননীয় বিচারপতি মহোদয় আদালত প্রাঙ্গণে একটি অর্জুন বৃক্ষের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে জেলা আইনজীবী সমিতি, নীলফামারী এর আয়োজনে জেলা আইনজীবী সমিতি, নীলফামারী হল রুমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম, ইনায়েতুর রহিম (সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) সাথে বিজ্ঞ আইনজীবী গনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল করিম, জেলা ও দায়রা জজ নীলফামারী; পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী; সাইফুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী; এ, বি, এম, গোলাম রসূল বিচারক ( জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ নীলফামারী।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।