July 12, 2025, 8:38 pm
মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ
রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা-রক্ত দিয়ে বাঁচাবো মানবতা’ এই শ্লো-গানকে সামনে রেখে প্রতিষ্ঠিত মাদারীপুরের কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে আজ(শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহরিয়ার শামীমের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ কায়েসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস কে এম শিবলি রহমান, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মীর সরোয়ার আলম ফেরদৌস, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।