September 30, 2023, 1:02 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| রামপালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে বুধবার রাত ৮টায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, শেখ আছাদুজ্জামান, শেখ ফিরোজ কবির, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়ার্দ্দার, বদিউজ্জামান মিনা, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, সরদার ফরিদ উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, জাহিদুর রহমান বাবলা, আকবর হোসেন আকো, হাওলাদার জাহিদুর রহমান, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, আব্বাস আলী, মারুফুজ্জামান, হাবিবুর রহমান, শেখ সাইদুর রহমান, কাজী অজিয়ার রহমান, মোতালেব হোসেন, মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।#