September 23, 2023, 6:29 pm
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সদর উপজেলায় পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে হাবিবুর রহমান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন শামিম ইসলাম মীম নামে অপর এক পরীক্ষার্থী।
উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিম পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অপর পরীক্ষার্থী শামিম একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুজনই মীরগড় ময়েনউদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার্থী হাবিবুর ও তার বন্ধু মীম বাসা থেকে বের হয়ে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেল যোগে আসছিলেন। এসময় তারা উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড়-ফকিরের হাট সড়কের যতনপুকুরী লিচুতলা এলাকায় আসলে এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় হাবিবুর মাথা ও বুকে গুরুতর আঘাত পান এছাড়া শামিম হাতে ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম হাবিবুরকে মৃত ঘোষণা করেন। আহত শামিমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।