November 12, 2024, 10:36 pm
মোঘল সুমন শাফকাত বরিশাল প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান( বীর বিক্রম)’র ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের বিএনপির একমাত্র কান্ডারী,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দীন আহমেদ সান্টুর ভার্চুয়ালী উপস্থিততে পৌর বিএনপির আহবায়ক আহসান, কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা।এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালাম,সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির,উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল হাওলাদার প্রমুখ। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ: সবুর খান, রুহুল মল্লিক,আনোয়ার হোসেন,শাকিল আহমেদ,মাসুম সরদার,আলমগীর হোসেন,সদস্য বশির কাজী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।