October 4, 2023, 12:07 am
চারঘাট প্রতিনিধিঃ
চারঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অবহিত করন, বাস্তবায়ন এবং অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত।
চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াশিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা।
মোঃমোজাম্মেল হক।
চারঘাট রাজশাহী