September 30, 2023, 1:15 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে জমির বিরোধকে কেন্দ্র করে ৫ বছর ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকা কাজের উদ্বোধন করা হলো।উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০১৮ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক তলাবিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের টেন্ডার আহবান করে উপজেলা এলজিইডি অফিস। টেন্ডারে মেসার্স ইয়ামিন ট্রেডার্স এর ঠিকাদার কাজটি পেয়ে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করতে গেলে বিদ্যালয়ের জমি দাতার বোনেরা কাজে বাঁধা প্রদান করে। এনিয়ে দীর্ঘ দিন আদালতে মামলা চলার কারনে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে মামলটি আদালতেই নিস্পত্তি হয়ে যায়। ৩০মে মঙ্গলবার বিকেলে বাদ আসর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ফারুকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাইদুল সরদার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী, পয়সার হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু, প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তানভীর হাসান পান্না,বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক,রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, সহ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ও বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাখাওয়াত হোসেন নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, দীর্ঘ ৫টি বছর একটি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ ছিলো এটা খুবেই দুঃখজনক। আমি কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে নিয়ে বিদ্যালয়ের জমির বিরোধ নিরসন করে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করি। বড় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রুম ছিল মাত্র ৪টি। এর মধ্যে একটি শিক্ষকদের অফিস রুম হিসেবে ব্যবহৃত হতো। যে কারণে শ্রেণিক সংকটের জন্য ব্যাহত হচ্ছিল পাঠদান। ঐসময়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি স্থানীয় শিক্ষা অফিসে জানালে ২০১৮ সালে ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাঁধ সাধে স্থানীয় একটি মহল। তাদের বাঁধার কারনে দীর্ঘ ৫ বছর এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ ছিল।বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ার খবরে খুশি শিক্ষক, অভিভাবক ও ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা।