September 23, 2023, 5:54 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা বিক্রির সময় বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা দিয়ে সোমবার সকালে গ্রেফতাকৃত মাদক ব্যবসায়িকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জাানান, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই মিল্টন মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ২নং ব্রীজ এলাকায় এক ব্যবসায়ি মাদক বিক্রির জন্য অপেক্ষায় থাকার খবর পায়। খবর পেয়ে সেখানে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে বাকাল গ্রামের বিনয় বাড়ৈর ছেলে মাদক ব্যবসায়ি রবীন বাড়ৈকে (২০) দশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে রবিবার রাতে রবীন বাড়ৈকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে, নং-১৬(২৮.৫.২৩)। ২৯মে সোমবার সকালে গ্রেফতারকৃত রবীনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।