July 14, 2025, 6:58 am
মোঃ খাইরুল ইসলাম মুন্না
স্বাধীনতার ৫২ বছর পরে বাংলাদেশে এই প্রথম জাতীয় যুব কাউন্সিল গঠিত হয়েছে। বৈচিত্রময় যুবসমাজের চাহিদা নিরূপন, প্রত্যাশা ও প্রাপ্তি নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে একটি বিশেষায়িত সংস্থা এই যুব কাউন্সিল।
উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কয়েকধাপে যাচাইকৃত যুব সংগঠনের উপযুক্ত ৭৫জন প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠন করা হয় এবং এই সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৭মে সাতাশ সদস্যের কেন্দ্রীয় পরিষদ নির্বাচিত করা হয়। বরিশালের জয় বাংলা ইয়ূথ এওয়ার্ড বিজয়ী শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও সম্পাদক কিশোর চন্দ্র বালা এই কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
কিশোর চন্দ্র বালা গত ১৬বছর যাবৎ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় যুক্ত আছেন। বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক, এনিজও সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ কিশোরের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।
কিশোর জানান বরিশালের উপকূলীয়, গ্রাম, চরাঞ্চলের তৃণমূলে থাকা যুবদের জীবন মান উন্নয়ন তথা কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।