November 5, 2024, 7:18 am
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা। নড়াইল ট্রাফিক পুলিশ সদর থানাধীন ধূপখোলার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি মোটরসাইকেল, নছিমন আলম সাধু তিনটি, একটি লাটা এবং একটি ট্রাক্টর আটক করে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (২৪ মে) সড়ক ও পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অভিযানকালে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ট্রাফিক পুলিশ পরিদর্শক ইমদাদুল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।