September 27, 2023, 9:04 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমান আদালত। ভভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ সিদ্দিকুর রহমান জানান, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল হাটে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলমকে সাথে নিয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। অভিযানে প্রায় ১০ হাজার মিটার (২.৫ কেজি) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় অবৈধ জাল বিক্রেতা চেঙ্গুটিয়া গ্রামের কামাল উদ্দিন সরদারের ছেলে মোঃ বেল্লাল সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। জব্দকৃত অবৈধ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনস্ট করারও নির্দেশ দেয় আদালত।