July 4, 2025, 5:10 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমিসেবায়, ভূমি মন্ত্রণালয়।’
সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও পরিমল কুমার সরকার ছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।