September 23, 2023, 6:00 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গাছ কাটার জের ধরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বিত্তরা।
আজ সোমবার (২২ মে) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামের একটি বাদাম ক্ষেত থেকে মরদেহেউদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার (২১ মে) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নারী স্মৃতি বাছাড় মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।
গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শওকত হোসেন জানান, বিগত তিন মাস আগে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার বাদল শেখের সাথে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে ্ে িনারী আদালতে একটি মামলা করেন।
পরে ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থরে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে ডাঙ্গায় রেখে এসেছিল দুর্বিত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান। #