December 14, 2024, 8:04 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১” নামের একটি কোম্পানীর মাধ্যমে শিক্ষার্থী ও বেকার যুবকদের আর্থিক প্রতারনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার (২২ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যারয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে প্রতারণার শিকার শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে জয় শেখ, সাইফুল ইসলাম ও রূপা খানম বক্তব্য রাখেন।
ভুক্তভোগী জয় শেখ বলেন, গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১ নামের একটি এলএমএম কোম্পানী চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ৪২ জনের কাছ থেকে অন্তত ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। তারা দ্রুত এসব শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়াসহ এই কোম্পানী বন্ধের দাবী জানান তারা।
ভুক্তভোগী রূপা খানম বলেন, শিক্ষার্খীদের টার্গেট করে এই কোম্পানী প্রতারণা করেছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ওই কোম্পানী দুই প্রতারকে গ্রেফতার করে পুলিশ। তার দোষীদের কঠোর শাস্তির দাবী জানাই। #