September 27, 2023, 9:35 am
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ১৭মে রোজ বুধবার সকাল ১০টা ছাতন পাড়া, কারিতাস কার্যালয়ে,কারিতাস আইসিডিপি প্রকল্পের স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সিসিইউ টেকসই/ স্থায়ীত্বতা বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা (সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বের বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো:আজাদুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো:জালাল আহমেদ,তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,শ্রী সঞ্জীব চন্দ্র রায়(জিপিও),সিসিইউ ফেডারেশন সভাপতি মি:মংথিনজো,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।কর্মশালায় ২১ টি সিসিইউ থেকে মোট ৬৩ জন সদস্য অংশগ্রহণ করন।#
মংচিন থান
বরগুনা প্রতিনিধি