January 3, 2025, 2:52 am
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব মাছিমপুর প্রবাসী ঐক্য পরিষদের শুভ সূচনা উপলক্ষে জামেয়া এমদাদিয়া দোয়ারাবাজার মাছিমপুর মাদ্রাসা হিফজ বিভাগের দুই শতাধিক ছাত্রদের মধ্যে রাতের খাবার- নৈশভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) রাতে মাদ্রাসা হলরুমে ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে ও মো. আলেক নুর ও শাহিন এর যৌথ পরিচালনায় নৈশভোজ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি হুসাইন আহমদ, হাজী সিরাজুল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা আলী হায়দর, সৈয়দ মিয়া, হাজী কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়া সহ স্থানীয় গুণীজন। উল্লেখ্য যে আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্ব মাছিমপুর প্রবাসী ঐক্য পরিষদের গঠন ও শুভ সূচনার উদ্দেশ্য হলো মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শেষে দোয়া পড়ান মাওলানা আলীী হায়দর।