September 27, 2023, 7:47 am
মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা প্রতিনিধি)
গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেতাগীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই মে) রাত ৮ ঘটিকায় মিছিল শুরু করে বেতাগী পৌরশহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ বেতাগী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না।
আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরহীনরা ঘর পেয়েছে্। কৃষিতে ব্যাপক সাফল্য, বিদুৎ, খাদ্য উৎপাদন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে,পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ । এই হলো শেখ হাসিনা। তারা আরো বলেন, করোনাকালে অনেক উন্নত দেশ টিকা দিতে পারেনি শেখ হাসিনা পেরেছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি মাগুরায় কিভাবে ভোট করেছিল, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সনে কিভাবে ভোট করেছিল তা আমরা ভুলিনি। বিএনপি এই দেশকে জঙ্গিদেশ বানাতে চেয়েছিল। গনতন্ত্রের নামে আওয়ামী লীগকে নির্যাতন এবং বার বার হত্যার চেষ্টা করেছিল।
আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু ,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মহাসিন ফয়সাল অপু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ প্রমুখ।