September 23, 2023, 4:44 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিহত চার বছরের শিশু হিমু আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিরামপুর উপজেলা প্রশাসন।
গতকাল দুপুরে উপজেলার জোতবানী ইউনিয়নের সাগাইঘাটা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার নিহত শিশু হিমু আক্তারের পিতা হেলাল উদ্দিন ও মা লাবনী আক্তারের নিকট জেলা প্রশাসকের পক্ষে নগদ ২০ হাজার টাকার অর্থ তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২০ হাজার টাকার নগদ অর্থ জেলা প্রশাসকের পক্ষে নিহত শিশুটির পিতা-মাতার হাতে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার জোতবানী ইউনিয়নের সাগাইঘাটা গ্রামের চার বছরের শিশু হিমু আক্তার সোমবার (১৫ মে) বেলা সাড়ে তিনটার দিকে মা লাবনী আক্তারের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে পাতা কুড়াতে গিয়েছিল। বাবা হেলাল উদ্দিন মাঠ থেকে ধান কাটার কাজের বিরতিতে বাড়িতে খেতে আসেন। মা লাবনী আক্তার মেয়েকে পুকুরপাড়ে খেলতে দিয়ে বাড়িতে স্বামীকে খেতে দিতে যান। পরে আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে পুকুরপাড়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করেন মা। মেয়েকে পুকুরের পানিতে ডুবে থাকতে দেখে চিৎকার দেন তিনি। পরে মেয়েকে পানি থেকে পুকুরপাড়ে তুললে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।