September 23, 2023, 4:31 pm
ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমে উঠেছে তারাকান্দা উপজেলার নির্বাচনী এলাকাগুলো। মাত্র কয়েকদিন পরেই প্রতীক পাবেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।
উপজেলার ১০ টি ইউনিয়নের সাধারণ মানুষকেই আপন করে নিয়েছেন নজরুল ইসলাম । তার সমর্থনে চলছে মতবিনিময় আর শোডাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা প্রচার করছে নজরুল ইসলাম নয়ন ভাইকে আবারও ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’
নজরুল ইসলাম নয়ন দ্বিতীয় মেয়াদ নির্বাচিত হতে গণসংযোগ করে উপজেলা চষে বেড়াচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সোমববার (১৫ই মে) উপজেলার কেন্দুয়া ও হরিগাই গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে করেছেন। সকাল থেকেই উপজেলার বেশকয়টি গ্রামে ভ্রমণ করে বিভিন্ন গ্রাম চষে বেড়ান তিনি।
মানুষের বিপদে আপদে সব সময় পাশে ছিলেন সাবেক এই তুখোড় ছাত্রনেতা। দলীয় কর্মসূচি সভা সমাবেশের পাশাপাশি কয়েক শত নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে নজরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন আমাদের জাতির পিতার যোগ্য উত্তরসূরি, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশ থেকে ক্ষুদা ও দারিদ্র দূর করে দেশের মানুষকে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও ক্লীন ইমেজের প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন সততা উন্নয়নের প্রতীক। কথা দিচ্ছি নিজের সততাকে কাজে লাগিয়ে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিবো।