January 2, 2025, 7:03 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ মোরেলগঞ্জে চাঁদাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ আশুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বছরের প্রথম দিনে বই পেয়ে উল্লসিত বয়ড়া ছালাকান্দি স্কুলের শিক্ষার্থীরা রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা বর্ণাঢ্য আয়োজনে সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাকুরী স্থায়ীকরণের দাবীতে বশেমুরবিপ্রবি’র ভিসিকে তিন ঘন্টা অবরুদ্ধ

চাকুরী স্থায়ীকরণের দাবীতে বশেমুরবিপ্রবি’র ভিসিকে তিন ঘন্টা অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চাকুরী স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের কক্ষের মূল ফটকের গেটে তালা মেরে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা গেট ভেঙ্গে ভিসিকে উদ্ধার করে।

আজ বুধবার (১৭ মে) দুপুরে চাকুরী স্থায়ী করণের দাবীতে ভিসিকে স্মারকলিপি প্রদান শেষে ১৩৪ দৈনিকভিত্তিক কর্মচারীরা ভিসিবে অবরুদ্ধ করে রাখে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মুজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকুরী স্থায়ীকরণের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসলেও তাদের স্থায়ী করা হয়নি।

পরে বর্তমান ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করলেও মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

ফলে চাকুরী স্থায়ী করনের দাবীতে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের কক্ষের মূল ফটকের গেটে তালা মেরে তি ঘন্টা অবরুদ্ধ করে রাখে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা গেট ভেঙ্গে ভিসিকে উদ্ধার করে। এসময় দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা করিডোরে শুয়ে পড়ে চাকুরী স্থায়ীকরণের দাবীতে নানা শ্লোগান দিলেও ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব তাদের সাথে কোন কথা না বলে বেরিয়ে যান। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক মুজুরী ভিত্তিক ঝাড়ুদার রিক্তা বেগম বলেন, বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে। আমরা বাকী ১৩৪ জন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমরা চাই একটি নিয়োগের মাধ্যমে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।

সিকিউরিটি গার্ড মোহাম্মদ আলী বলেন, আমরা দীর্ঘ ৭/৮ বছর দৈনিক মুজুরী ভিত্তিক কাজ করছি। বিভিন্ন সময় চাকুরী স্থায়ীকরণে আশ্বাস দেয়া হলেও কোন কাজ হয়নি। এই ভিসি আসার পর মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ী করা হয়েছে। এই দ্রব্যমূল্যের বাজারে আমরা খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।

এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার মুঠো ফোনেরও যোগাযোগ করা হয় নি। #

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD