September 26, 2023, 5:10 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড সিএ্যান্ডবি গড়ের মাঠ নিবাসী শীষ মোহাম্মদ ৭ টা ২০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ….. রাজিউন)।
তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এ.এম শহীন ভায়ের পিতা। মৃত্যুকালে ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।
আগামীকাল (১৭মে) সকাল সাড়ে ১০ টায় মহিশালবাড়ী গোরস্থানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।