September 23, 2023, 6:47 pm
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ সোমবার ১৫ মে ২০২৩ খ্রিষ্টাব্দ মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, জলঢাকা নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন জনাব এ, এফ, এম আনজুমান কালাম বিপিএম (বার) অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর ।
অ্যাডিশনাল ডিআইজি মহোদয় মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড অফ অনার শেষে অ্যাডিশনাল ডিআইজি মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নথিপত্র, অস্ত্রাগার, ফোর্সদের ব্যারাক পর্যবেক্ষণ করেন । মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত অফিসার্স ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অ্যাডিশনাল ডিআইজি বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার সেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার নীলফামারী; বিশ্বদেব রায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জলঢাকা থানা নীলফামারী; তদন্ত কেন্দ্রের অফিসার্স ও ফোর্সবৃন্দ।