January 15, 2025, 6:23 am
গাজীপুর প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে
১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোটস বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন বি (১৫৭৯) এর র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ মে সকাল ১০ টায় গাজীপুর নগরীর ২২নং ওয়ার্ডের কোটস বাংলাদেশ কারখানার সামনে থেকে বাংলাবাজার ঘুরে কোটস বাংলাদেশ কারখানায় এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে র্যালী টি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ (সহ সভাপতি) মনিরুজ্জামান মনির (সহসাংগঠনিক) আব্দুল্লাহ আল নোমান সহ:দপ্তর সম্পাদক,মাজেদুর রহমান সহ:প্রচার সম্পাদক, আতাউর রহমান সমাজ কল্যান সম্পাদক, জসিম উদ্দিন ক্রীড়া সম্পাদক কেফায়েত উল্লাহ কার্যকরী সদস্য,বিষ্ণু পদ গোলজার, কার্যকরী সদস্য,মেসের আলী সজিব,হেকমত,ইউনুছ, মিনহাজ, কামাল, রোহানসহ অত্র কারখানার সকল কর্মরত শ্রমিক উপস্থিত ছিলেন।
পরে বক্তারা বলেন, মাঠে -ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে
রক্তঝরা এ দিন।দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।
সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে।বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের,দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।
রাসেল শেখ
গাজীপুর।