September 21, 2024, 2:24 am
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে মাদক মামলায় ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আরমান কাজী (২৩) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সে অত্র উপজেলার মাছিমদিয়া গ্রামের ইরান কাজীর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (শনিবার ২৯ এপ্রিল) ভোরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ফিরোজ ইফতেখার সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।