January 15, 2025, 12:48 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ বাহুবলে শাহজালাল হাইস্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী বহাল তবিয়তে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন এ্যাডহক কমিটির বিরুদ্ধে মিছিল, মানববন্ধন, পরে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, অধ্যক্ষের সংবাদ সম্মেলন আলোচিত সেই ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত  সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন-জনমতে এগিয়ে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন-জনমতে এগিয়ে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান

হেলাল শেখঃ গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলাদেশ আওয়ামী লীগর মনোনীত নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খাঁনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া সাবেক মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম। এদিকে গাজীপুর সিটি নির্বাচনে জনমতে এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আজমত উল্লা খাঁন। অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১।
জানা গছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরি কমিটির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব এডভোকেট আজমত উল্লা খাঁনকে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে আর সেখানে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছন। সরেজমিনে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছ, জনমতে এগিয়ে আছেন আজমত উল্লা খাঁন নৌকা মার্কা।
সূত্র জানায়, ১৯৫৫ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলা সদরের টঙ্গী খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন আজমত উল্লা খাঁন। তাঁর পিতা মৃত ইউসুফ খাঁন ও মাতা ফাতেমা খানম। আজমত উল্লা খাঁন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান হয়েও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা এবং রাজনৈতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন। আইন পেশায় নিয়োজিত হয়েই এডভোকেট আজমত উল্লা খাঁন সমাজের গরীব-দুঃখী ও তার দলের রাজনৈতিক নেতাকর্মীদের বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দিয়ে আসছেন।
বিশেষ করে ১৯৬৯ সালে টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে আজমত উল্লা খাঁন তার রাজনৈতিক হাতেখড়ি। এরপর ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনার পর সেই হত্যাকারী ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। আজমত উল্লা খাঁন পৌর চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সরকারে বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একাধিক বিশেষ পুরুস্কারে ভুষিত হন। এ ছাড়াও দেশ মাতৃকার সংকটময় কালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রাখেন। শিক্ষাজীবনঃ আজমত উল্লা খাঁন আজিমপুর সরকারি প্রাইমারী স্কুল থেকে প ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন নবাব হাবিবুল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ে। পরে সেখান থেকেই তিনি কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। কলেজ জীবনে প্রতিবাদী ছিলেন আজমত উল্লা খাঁন। তিনি এইচএসসি ও ডিগ্রি পাস করেন শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয় থেকে। তিনি বাস্তব জীবনে সততার সাথে জীবন সংগ্রাম করেই আজ তিনি আজমত উল্লা খাঁন সফল নেতা হয়েছেন। দুঃখের বিষয় হলো তিনি দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা ইউসুফ খাঁন পরলোক গমণ করেন। পিতা মৃত্যুর পর তার পিতার অবর্তমানে বড় ভাই আব্দুর রহমান সাহেব তাকে আগলে রেখে লেখাপড়া করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ এলএলএম ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করান। তিনি লেখাপড়া শেষ করে আইনজীবি হিসেবে কর্মজীবনে পা রাখেন, তখন থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন।
রাজনৈতিক জীবনঃ আজমত উল্লা খাঁন রাজনীতিতে আসার পর বিভিন্ন প্রতিকুলতার মধ্যদিয়ে রাজনীতি করতে হয়েছে তাকে রাজনীতিতে তার দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিলো অনেক শক্ত। অন্য দলের প্রতিপক্ষ তো আছেই। আজমত উল্লা খাঁন ১৯৬৯ সালে তৎকালীন টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন থেকে যদিও তার রাজনৈতিক জীবন শুরু, কিন্তু ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের পর, ১৯৭২ সালে ভাওয়াল গড় জেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন পরিষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও “১৯৭৮ সালে শ্রমিকলীগ টঙ্গী আ লিক কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ভাওয়াল গড় ছাত্রলীগ। ১৯৭৯ সাল থেকে ‘১৯৯০ সাল পর্যন্ত এক টানা টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন”। ‘১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, ১৯৯৬ ও ২০০৩ সালে পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক, ২০১৫ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদ লাভ করেন।
উক্ত আজমত উল্লা খাঁন বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আইন ও বিধি উপ-কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সততার সাথে কাজ করেন আজমত উল্লা খান। আরো অনেক পদে আছেন এবং মানবতার কল্যাণে কাজ করার কারণে গোয়েন্দা রিপোর্ট ও দলীয় নেতাকর্মীদের তথ্যমতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দলীয় মনোনয়ন নৌকা মার্কা মনোনীত হয়েছেন আজমত উল্লা খাঁন। অনেকেই বলছেন যে, শুধু নৌকা মার্কা পেলেই হবে না, এটা ভোটের লড়াই হবে গাজীপুর সিটি নির্বাচনে, কে হবেন গাজীপুর সিটি মেয়র? সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ভোটের মূলত লড়াই হবে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। অনুসন্ধানী প্রতিবেদনের পর্ব-১।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD