January 15, 2025, 1:59 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে তারাগঞ্জ বিএনপির শীতবস্ত্র বিতরণ পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ বাহুবলে শাহজালাল হাইস্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী বহাল তবিয়তে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন এ্যাডহক কমিটির বিরুদ্ধে মিছিল, মানববন্ধন, পরে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, অধ্যক্ষের সংবাদ সম্মেলন আলোচিত সেই ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত  সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য
ময়মনসিংহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ নেতা রাইন কবির নোয়েব

ময়মনসিংহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ নেতা রাইন কবির নোয়েব

আরিফ রববানী ময়মনসিংহ।।
দেশের শ্রমিক সংকট মুহুর্তে এ পরিস্থিতিতে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা ছাত্রলীগ নেতা রাইন কবির নোয়েব এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা

মঙ্গলবার (২৫এপ্রিল) জেলা ছাত্রলীগ নেতা রাইন কবির নোয়েব এ তথ্য নিশ্চিত করে জানান, এই পর্যন্ত ছাত্রলীগ জেলাতে প্রায় ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে। ধান কাটার কাজ অব্যাহত আছে।

দেশের বিভিন্ন প্রান্তে ধান কাটার শ্রমিকরা চলে যাওয়ায় শ্রমিক সংকটে পড়েছে ময়মনসিংহ । জেলাতে আগাম পাকা ধান কাটা শুরু করেছেন কৃষকেরা।

সবচাইতে বেশি ধান উৎপাদন হয়েছে ময়মনসিংহ সদর, গৌরীপুর,ফুলপুর ও তারাকান্দা উপজেলায়। সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুুর গ্রামের কৃষক ওমর হোসেনের
তিন বিঘা জায়গার ক্ষেতের ধান কেটে মাড়াই করে কৃষকের আঙিনায় পৌঁছে দেন ছাত্রলীগের কর্মীরা। প্রায় অর্ধশত ছাত্রলীগ নেতা-কর্মী এই ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ কৃষকের পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন । আর তাদের আহ্বানে সাড়া দিয়ে ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ কর্মীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে এই বছরে আরো বেশি কাজ করতে চান তারা।

জেলা ছাত্রলীগ নেতা রাইন কবির নোয়েব জানান, এই ধান কাটার কার্যক্রম তারা বিগত করোনার সময়েও করেছেন। এ বছর জেলার প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকের পাশে থাকার জন্য বলা হয়েছে। প্রখর রোধে এ কাজ করা অনেকটা কষ্টকর হলেও চেষ্টা করা হচ্ছে সাবধানে কাজটি করার। এই পর্যন্ত ছাত্রলীগ জেলাতে প্রায় শতাধিক কৃষকের জমির ধান কেটে দিয়েছে। একজন কৃষকের প্রতিবিঘা জমির ধান কাটার খরচ হয় প্রায় চার হাজার টাকা। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা সেচ্ছাশ্রমে এ কাজ করেছেন। আর এ কাজে সন্তুষ্ট হয়ে দেশের মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃষকরা।

স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, কোনো সংগঠন বা ব্যক্তি উদ্যোগে যদি সাধারণ কৃষকের ক্ষেতের ফসল কেটে দেয় এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আর ছাত্রলীগ এই কাজ খুব সহজে করতে পারে। ধানকাটার মাধ্যমে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি ছাত্রলীগ সারা দেশে প্রশংশিত হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD