September 9, 2024, 5:59 pm
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে এসপি সাদিরা খাতুনের সহায়তায় মায়ের কোলে ফিরল ১৫ মাসের শিশু তসফিয়া।
পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, তসফিয়া খাতুন নামের ঐ শিশুটি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মোঃ টারজার মোল্যার মেয়ে। অসহায় মা কোন উপায় না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। (২৪ এপ্রিল সোমবার) নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় কোমলমতি ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
শিশু তসফিয়ার মা স্বপ্না বেগম তার আদরের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মানবিক এই সহযোগিতার জন্য অশ্রুবিজড়িত কণ্ঠে নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।