September 9, 2024, 7:15 pm
নিজস্ব প্রতিবেদক,সুজানগর ঃ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনার সুজানগর উপজেলার দুই হাজারের অধিক গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে হতদরিদ্র ,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ,শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। এ সময় উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন,অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও উপস্থিত সকলকে নৌকায় ভোট দেবার আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।