January 15, 2025, 6:42 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে দুইজনকে কুপিয়ে যখমের ঘটনা ঘটেছে। ফিরোজ মৃধা (৫৫)কে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ও শিল্পী বেগম (৩৫)কে কুপিয়ে মাথায় জখম করা হয়েছে। ফিরোজ মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফিরোজ ওই এলাকার খবির মৃধার ছেলে ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের সমর্থক। আর শিল্পী বেগম প্রতিপক্ষের হাতে খুন হওয়া সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটুর স্ত্রী ও টিটু হত্যা মামলার বাদী।
পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের সমার্থকরা ফিরোজকে এবং টিটু হত্যা মামলা উত্তোলনের জন্য প্রতিপক্ষরা একে আপরকে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১) এপ্রিল) ইফতারির পূর্ব মূহুর্তে ওই ইউনিয়নের ভোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ফিরোজ মৃধাকে উদ্ধার করে বরগুনা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিল্পী বেগমকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হামলায় আহত ফিরোজ মৃধাকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার পায়ে কোপের চিহ্ন রয়েছে। তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন জানান চিকিৎসকরা। দইু’পা ও ডান হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে । বাম পায়ের অবস্থা খুবই গুরুত্ব। ধারালো অস্ত্রের দুই পায়েরর হাড় কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা জড়িতদের গ্রেফতারের ওই এলাকায় অভিযান চালাচ্ছে।