September 10, 2024, 7:06 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উপজেলার ৩১টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১৬৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক।
এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক তার বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণে নিয়োগ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণীতে প্রথম হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়, আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।