September 9, 2024, 5:16 pm
এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।