August 31, 2025, 9:36 am
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিসি পোল নির্মাণ প্লান্টে নিন্ম মানের পাথর সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সোমবার (১৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় পিসি পোল তৈরির জন্য নিন্ম মানের পাথর গাড়ী থেকে আনলোড করে শ্রমিকেরা। আনলোডকৃত পাথরের গুণগত মান নিম্ন শ্রেণীর। অভিযোগ উঠেছে পিসি পোল তৈরির জন্য যেসব পাথর ব্যবহার করার কথা তার থেকে নিম্ন মানের পাথর সরবরাহ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজেদা এন্ড কোম্পানী । পাথর সরবরাহের ওয়ার্ক ওর্ডার ও স্টিমেটে কি পাথর উল্লেখ আছে সে বিষয়ে পিসি পোল নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানায়।
নাম প্রকাশ না করার শর্তে আনলোডকারী একাধিক শ্রমিক জানান,‘আনলোডকৃত পাথরগুলোতে অধিকাংশ দেশীয় পাথর মিশ্রিত। যেখানে দরপত্র অনুযায়ী ভুটানের মানসম্মত তোষা পাথর থাকার কথা। পাথরগুলোর মধ্যে প্রায় ৭৫ শতাংশ কালো পাথর আর ২৫ শতাংশ ভুটানের তোষা পাথর মিশ্রিত রয়েছে। যার কারণে এই পাথর গুলো দিয়ে মানসম্মত পিসি পোল তৈরি হবে না বলে জানান তারা।’
অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজেদা এন্ড কোম্পানী এর প্রতিনিধির সাথে কথা হলে ওয়ার্ক ওর্ডারে যা আছে সেই পাথরই সরবরাহ করা হচ্ছে বলে জানিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অভিযোগের বিষয়ে সৈয়দপুর পিসি পোল নির্মাণ প্লান্টের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন,‘কোথাকার পাথর ব্যবহার করা হচ্ছে সেটা বিষয় না। পাথরের গুণগত মান কেমন সেটাই মুখ্য বিষয়। আমরা পাথরের স্যাম্পল টেস্টের জন্য বুয়েটে পাঠিয়েছি। পাথর মানসম্মত হলে ব্যবহার করা হবে অন্যথায় ওই পাথরগুলো ফেরত দেওয়া হবে।’