September 20, 2024, 1:04 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭এপ্রিল) বিকেল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ রাণী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়নে উক্ত মত বিনিময়,মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দীন তালুকদার।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা সদস্য সচিব আবজাল হোসেন হারুন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, ,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, কাউসার আহমেদ প্রমুখ।
জাতীয় পার্টি কুষ্টিয়া ইউনিয়ন শাখার শাখার আহবায়ক আজিজুর রহমান দুলালের
সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যদের মাঝে যুব সংহতির নেতা জালাল উদ্দিন সহ কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ও বিভিন্ন অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।