January 15, 2025, 4:39 am
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজ বাড়ি থেকে গতবারের ন্যায় এবারও মুসলিম সম্প্রদায়ের রোজাদার দরিদ্র ২০ জন পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ইফতার ও বিরিয়ানি বিতরণ করলেন দৈনিক আজকের জনবানী পত্রিকার সাংবাদিক ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৩ টার সময় সাংবাদিক মিঠুন সাহার নিজ বাড়ি তালুকদার পাড়া থেকে এই রোজাদার দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও বিরিয়ানি বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সহ সভাপতি অরুণ শীল, কার্যনির্বাহী সদস্য অমল চন্দ্র রায়সহ প্রমুখ।
এই সময় সাংবাদিক মিঠুন সাহা বলেনঃ দরিদ্র মুসলিম পরিবারের রোজাদারদের মাঝে সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।ভবিষ্যতেও যেকোনো সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।।এই সময় তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।