September 13, 2024, 6:06 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তিনশতাধিক দরিদ্র মুসলিম পরিবারের মাঝে বস্ত্র ( শাডি, লুঙ্গী) ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ বোনাস নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার (১৭এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুম থেকে এই ঈদ উপহার ( বস্ত্র ও নগদ) টাকা বিতরণ করা হয়।
এতে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর সঞ্চালনায় ও সভাপতি আবদুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, হারুনর রশীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, সেক্রেটারি মোঃমনির হোসেন
,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ প্রমুখ।