January 15, 2025, 7:51 am
আরিফুর রহমান,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শিবচরের ছলু বেপারীর কান্দি গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপহ্ম হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
বুধবার (১১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূএে যানা জায়, ভুক্তভোগী পারুলের সাথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত নেছার উদ্দিন বয়াতী গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো উক্ত বিরোধের জের ধরিয়া গতকাল দুপুর ১২ টার দিকে ফাকা বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধ দলবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করিয়া গরু ও ছাগলের ফার্ম ভাংচুর করে এক লহ্ম পঁচিশ হাজার টাকার হ্মতি সাধন করে এবং ফার্মে থাকা সাতটি ছাগল নিয়ে যায় যাহার মূল্যে এক লহ্ম চল্লিশ হাজার টাকা।
ভুক্তভোগী পারুল বলেন, আমি বাড়িতে এসে দেখি নেছার উদ্দিন বয়াতী ও তার দলবল বাড়িতে প্রবেশ করিয়া গরু ও ছাগলের ফার্ম ভাংচুর করে আমার সাতটি ছাগল নিয়ে গেছে। সমস্ত ঘটনা আমার ছেলে মোবাইলে ভিডিও ধারন করে রাখে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে শিবচর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।