January 15, 2025, 7:26 am
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী)
চারঘাট উপজেলা আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিজিবি প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
সভায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসারা আহবান জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করার জন্য ওসি চারঘাটকে অবহিত করা হয়।
এ ছাড়া বাংলা নবর্বষ যথাযথ ভাবে পালনের জন্য স্বার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।