January 15, 2025, 5:48 am
পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুক্রবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রীজ সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে বিএনপি নেতারা বলেন, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। এসময় চেয়ার-টেবিল ভাঙচুরসহ দলীয় নেতাদের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর বলেন, আগামী শনিবার কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচির ঘোষনা রয়েছে। এই কর্মসূচি বানচাল করতে রাতের আঁধারে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। হামলার নেতৃত্বে ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এরপরে ও তারা শনিবারের কর্মসূচি পালন করবেন বলে জানান।
এদিকে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, এবিষয়ে আমাদের কিছুই জানা নেই। অন্য দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রলীগের কোন কর্মী হামলা ভাংচুর করেনি, অভিযোগটি সম্পুর্ন মিথ্যে ও ভিত্তিহীন। মিথ্যা ও গুজব ছড়ানোটাই মুলত বিএনপির কাজ।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমাদের থানায় এধরনের কোন অভিযোগ হয়নি, এব্যাপারে কোন কিছুই জানা নেই বলে জানান তিনি।