May 30, 2023, 9:35 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।।
বানারীপাড়ায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কৃষক কুলের নয়নের মনি আলহাজ্ব আব্দুর রব সেরনিয়াবাতের ১০২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারমম্যান মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওযামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,সদস্য রিয়াজুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, উপজেলা যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা প্রমুখ।#