May 30, 2023, 10:09 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে নবনির্মিত চার তলা একাডেমিক ভবন এর শুভ উদ্ভোদন, অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলির বিদায় সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ,বার্ষিক বনভোজন, নবীন বরণ এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ) বেলা ১২টার সময় পানছড়ি পূজগাঁঙ মুখ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় ও সভাপতি কালাচাঁদ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স (প্রতিমন্ত্রী) এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।এই সময় স্বাগত বক্তব্য রাখেন লোগাং পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রলাল চাকমা
এই সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হারুনর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সহ সভাপতি লোকমান হোসেন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।