January 15, 2025, 1:06 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও শ্রীফলতলা স্কাউট দল। পরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা শেখ সুলতানা আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ। এ সময় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, ছাত্রলীগ, প্রেসক্লাব রামপাল, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট দল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মুক্তি যোদ্ধা শেখ সুলতান আহমদ বলেন স্বাধীনতার ৫২ বছরে এসেও আমরা হতাশ। আজও আমরা শুনতে পাই, কানাডা’র বেগম পাড়ায় বাড়ি করেছে শত শত দুর্নীতিবাজ। কার দেশের লক্ষ কোটি টাকা পাচার করছে ? তাদের কেন ধরা হচ্ছে না ? তাদের কেন চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যাবস্থা নেওয়া হচ্ছে না ? আমরা তো এজন্য যুদ্ধ করিনি ? রামপাল উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার দাবী বাংলাদেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের চিহ্নিত করা হোক। রাজাকার আলবদরদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। আমাদের প্রজন্ম যাতে তাদের ঘৃণা করতে পারি, চিনতে পারি।#