September 17, 2024, 1:55 am
মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা
গণহত্যা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লা, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার,বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার প্রমুখ।
এসময় বক্তারা, গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে গণহত্যাকে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করেন।