May 30, 2023, 8:55 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন করার অপরাধের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর আকুয়া চুকাইতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাধীন ৩নং ফাঁড়ি পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, আদালতের নির্দেশে পরোয়ানাভুক্তদের আওতায় আনাসহ মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৩নং ফাঁড়ি পুলিশের একটি আকুয়া চকাইতলা এলাকা থেকে মাদক সেবনের অপরাধের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন আকুয়া চুকাইতলা পশ্চিমপাড়া এলাকার এছাক হোসেন এর পুত্র মোঃ সায়েম হাসান (২১), কামাল হোসেন এর পুত্র মোঃ জুবায়ের (২১),সেলিমের পুত্র নাঈম (২২), শহীদ মিয়ার মোঃ রাতুল (২২), সুজন মিয়ার পুত্র মো: দীপু (২০), পিতা-মোঃ সুজন মিয়া। পরবর্তীতে আসামীদেরকেকে মোবাইল কোর্ট আদালতে প্রত্যেককে ১৫ (পনের) দিন করে সাজা প্রদান করে আসামিদের জেলখানায় প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন-মাদক বন্ধে কোতোয়ালি মডেল থানার পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক,দেশের শত্রু, উন্নয়নের অন্তরায়। তাই দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।আমরা জনগণের সহযোগিতায় যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে দেশ থেকে মাদক নির্মূল করব। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ মানুষকেও এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হলে এর সুফল প্রত্যেক নাগরিক পাবেন।