January 15, 2025, 5:40 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
মাসুম মটরসে হামলা ও লুটপাট – থানায় এজহার

মাসুম মটরসে হামলা ও লুটপাট – থানায় এজহার

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
সৈয়দপুরে মাসুম মটরস শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর, অর্থ লুটপাট ও অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে সৈয়দপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মাসুম মটরস এর ইয়ামাহ মোটরসাইকেল শোরুমে এক দল চিহ্নিত সন্ত্রাসী বাহিনী হামলা চালায় । প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উক্ত ঘটনায় সৈয়দপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

এযাহার সুত্রে জানা যায়, নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার বিহারি ক্যাম্পের জাবেদের ছেলে জনি (২৬), আজগর আলির ছেলে শাহনেওয়াজ (২৮), খালিদের ছেলে আহাদ, শাহীন (২৫), বাবলা (২৬), মিঠুন (২৭) সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনে একটি সন্ত্রাসী বাহিনী ইয়ামাহ মোটরসাইকেলের ওই শোরুমে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। থাই গ্লাস, শোরুমের স্যাটার, সিসি ক্যামেরা সহ বিভিন্ন প্রকার মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেছে যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা । এরপর দুটি মোটরসাইকেলের বিক্রিত ৫ লক্ষ টাকা লুট করে নেয় সন্ত্রাসীরা। শোরুমে কর্মরত ব্যক্তিরা মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হলে সৈয়দপুর ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণ করে।

মাসুম মটরসের ম্যানেজার সাজ্জাদুল ইসলাম সজল জানান, আমাকে বেধড়ক মারধর করে জনি ও তার সাঙ্গোপাঙ্গরা । আমাদের স্টাফ রনির মাথায় আঘাত ও হাত ফ্রাকচার করে ফেলে শাহনেওয়াজ ও তাদের অন্যান্য সঙ্গীরা । মোটরসাইকেল বিক্রি করা ৫ লাখ নগদ টাকা আমাদের সাথে ধস্তাধস্তি করে ক্যাশ থেকে বের করে নিয়ে পালিয়ে যায়। ওই সময় আশেপাশের লোকজন ছুটে না আসলে আজকে আমাদের প্রানেই মেরে ফেলত সন্ত্রাসিরা।

গোপনে ধারনকৃত কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, জনি বাহিনীর অন্তত ৩৫-৪০ জন সদস্য বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাসুম মটরস শোরুমে ও স্টাফদের আঘাত করছে।

মাসুম মটরস স্বত্বাধিকারী মাসুম আহমেদ জানান, আমার প্রতিষ্ঠানে পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী বাহিনী। সৈয়দপুরের ব্যবসায়ী মহল সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ করছেন বিষয়টি নিয়ে। প্রশাসনের উপর আস্থা রয়েছে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে সেটাই আশা করছি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জরুরি পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা গুরুত্বের সঙ্গে ঘটনাস্থল তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD